এন্টিক হোম ডেকোর আইটেমের যত্ন নিবেন যেভাবে

আমাদের ঘরে নান্দনিকতার ছোঁয়া আনতে আমরা বিভিন্ন রকম সাজ সজ্জার জিনিস দিয়ে ঘর সাজাই। এগুলো শুধু আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে এমন নয়, আমাদের রুচিশীলতার প্রকাশও ঘটায়। ঘরের সাজ সজ্জার জিনিসের ক্ষেত্রে আমাদের এক একজনের পছন্দ এক এক রকম। কারও বা আধুনিক সময়ের মনোহর ডিজাইন পছন্দ, কারও পছন্দ আবার শতবর্ষের পুরনো অ্যান্টিক ধাঁচের ডিজাইন।

অ্যান্টিক ডিজাইনের হোম ডেকোর আইটেমগুলো সহজেই আপনার ঘরে এক ধরনের ভিন্টেজ ভাব নিয়ে আসে। শুধু জিনিস দিয়ে ঘর সাজালেই চলবে না, এগুলোর সঠিক যত্নও নেয়া প্রয়োজন। আর অ্যান্টিক ডিজাইন হলে যত্নটা আরও সাবধানে নিতে হবে। মূলত এই যত্নটা নির্ভর করে হোম ডেকোর আইটেমটি কি দিয়ে বানানো তার উপর। নিচে আমাদের বহুল ব্যবহৃত কিছু হোম ডেকোর আইটেমের যত্ন সম্পর্কে বলবো।

শ্যান্ডেলিয়ার

শ্যান্ডেলিয়ার সাধারণত অনেক ক্রিস্টাল এবং বাল্ব দিয়ে তৈরি হয়। তাই এর যত্ন নেয়ার সময় আমাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে। শুরুতেই শ্যান্ডেলিয়ারটি জ্বালানো থাকলে তা বন্ধ করে কিছুটা সময় অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত বাল্বগুলো ঠাণ্ডা না হয়ে যায়। বাল্বগুলো ঠাণ্ডা হয়ে যাওয়ার পর শ্যান্ডেলিয়ারটি নিরাপদ জায়গায় রেখে পরিষ্কার করা শুরু করতে হবে। প্রতিটি বাল্ব আলাদাভাবে খুলে সাবধানে পরিষ্কার করতে হবে। এর ক্রিস্টালগুলো আলাদা করে অথবা না করেও পরিষ্কার করা যায়। এক্ষেত্রে অবশ্যই সুতি কাপড় ব্যবহার করা উত্তম। সবশেষে শ্যান্ডেলিয়ারের ফ্রেমটি পরিষ্কার করে নিতে হবে। এভাবে সহজেই শ্যান্ডেলিয়ারকে চকচকে রাখা যেতে পারে।   

     


কাঠের তৈরী বিভিন্ন সাজ সজ্জার জিনিস

আমরা ঘর সাজানোর জন্য সাধারণত কাঠের তৈরী নানান ধরনের হোম ডেকোর আইটেম ব্যবহার করে থাকি। হালকা গরম পানি ও মাইল্ড ডিশ সোপ ব্যবহারের মাধ্যমে সহজেই এসব জিনিসের যত্ন নেয়া যায়। তবে অবশ্যই পরবর্তিতে শুকনো কাপড়ের মাধ্যমে সেই সাবান পানি পরিষ্কার করে নিতে হবে। এবং কাঠের জিনিসের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখা উচিত। সেটি হলো, কাঠের জিনিস কখনোই সরাসরি রোদ পরে এমন জায়গায় রাখা ঠিক না।   


অ্যান্টিক টেলিফোন সেট

অ্যান্টিক টেলিফোন সেট আমাদের খুব শখের একটি হোম ডেকোর আইটেম। এর যত্নের প্রথম বিষয়টি হলো এতে কখনো ধুলা জমতে দেয়া যাবে না। ধুলা জমলে এটি খুব দ্রুত নষ্ট হয়। তাই নিয়মিত শুকনো নরম কাপড় দিয়ে অ্যান্টিক টেলিফোন সেট পরিষ্কার করে রাখতে হবে। কোন প্রকার পানি বা এ জাতীয় কোন কিছু ব্যবহার করে পরিষ্কার করা যাবে না। দাগ উঠাতে টিস্যু ব্যবহার করা যেতে পারে। টেলিফোন সেটের গায়ের যেকোন দাগের ক্ষেত্রে ব্রাশ পলিশও করা যাবে। তবে সেক্ষেত্রে এটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।



দেয়াল ঘড়ি

আমাদের ঘরের দেয়াল ঘড়িগুলোর অনেক বেশি যত্ন নেয়া লাগে। এগুলোকে সূর্যের আলো থেকে যথাসম্ভব দুরে রাখার চেষ্টা কতে হবে। এবং দেয়াল ঘড়ি পরিষ্কারের জন্য কখনোই সিলিকন স্প্রে পলিশ ব্যবহার করা যাবে না। শুকনো নরম ধাঁচের কাপড় ও ব্রিস্টাল ব্রাশ ব্যবহার করে সহজেই দেয়াল ঘড়ি পরিষ্কার করা যায়। পলিশ করলে ঘড়ি দ্রুত নষ্ট হয়। ঘড়ি ভালো রাখার সবচেয়ে ভালো উপায় হলো ঘড়ি চলমান রাখা। কখনো ঘড়ি বন্ধ হয়ে গেলে কোন প্রকার তেল বা লুব্রিকেন্ট ব্যবহার করা ঠিক না।

আপনার ঘরকে হোম ডেকোর আইটেমের মাদ্ধমে  নতুন ভাবে সাজাতে আজই চলে আসতে পারেন  পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টারে।